
জন্মভূমি রিপোর্ট : বাগেরহাটের মোরেলগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে আমার গ্রাম আমার দায়িত্ব শিশুর জীবন হোকে বাল্যবিয়ে মুক্ত এ শ্লোগানকে সামনে রেখে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার বারইখালী ইউনিয়নের তেঁতুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে সকাল ১১টায় শপথ গ্রহণ অনুষ্ঠানে ৩০ জন ইমাম, কাজী ও মুয়াজ্জিন, পুরোহিত উপস্থিত ছিলেন। এ সময় ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার রিপন হালদারসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।