মোরেলগঞ্জ প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জ মডেল একাডেমির আয়োজনে শিক্ষার্থীদের সুন্দর হাতেরলেখা ও চিত্রাঙ্কন প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) বারইখালী স্টিল ব্রিজ সংলগ্ন একাডেমির স্কুল মাঠে সকাল ৮টায় মোরেলগঞ্জ মডেল একাডেমির স্কুল মাঠে শিশু শিক্ষার্থীদের সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রদর্শনী অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত থানা অফিসার ইনচার্জ সুলতান ফকিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো.নাজমুল ইসলাম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা আইকন মডেল একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক ইঞ্জিনিয়ার মীর মোশারফ হোসেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মোঃআবু সালেহ মোল্লা, ইকরা সংস্থার পরিচালক ও প্রতিষ্ঠাতা কবি এবং সাহিত্যিক এইচ এম সাখাওয়াত হোসেন,সরকারি এস এম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ছগির আহমেদ, ড.মিয়া আব্বাস উদ্দিন টিচার্স ট্রেনিং কলেজের কো-অর্ডিনেটর মোঃ আবু সালেহ, মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাব আহবায়ক এইচ এম শহিদুল ইসলামসহ শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত