মিজানুর রহমান, মোরেলগঞ্জ : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে চলছে ডাক্তার ও কর্মচারিদের কর্মবিরতি। বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে তারা কর্মবিরতিতে আছেন। কর্তব্যরত অবস্থায় হাসপাতালের ভিতরে ডাক্তারদের ওপর হামলার প্রতিবাদে ও হামলাকারিদের গ্রেফতারের দাবিতে তারা এ কর্মসূচি পালন করেছেন।
ফলে অসংখ্য রোগী বহির্বিভাগে চিকিৎসাসেবার জন্য গেলেও তারা ফিরে যেতে বাধ্য হচ্ছেন। মোরেলগঞ্জ হাসপাতালে প্রতিদিন প্রায় ৩০০ জন রোগী বহির্বিভাগে চিকিৎসা নিয়ে থাকেন। চিকিৎসা সেবা নিতে আসা রুগিরা জানান,আমরা নদি পার হয়ে দুর দুরান্ত থেকে ঝড় বাদলের মধ্যে ডাক্তার দেখাতে আসছি।কিন্তু ডাক্তার আমাদের দেখলো না।এখন আমাগো অন্যত্র প্রাইভেট ডাক্তার দেখাতে হবে।তারা নাকি কর্ম বিরতিতে আছে।আমরা ভোগান্তিতে পড়ছি।
উল্লেখ্য, গতকাল বুধবার বেলা ১১ টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে ৫-৬ জনের একটি দল হামরা করে। হামলায় উপসহকারি মেডিকেল অফিসার চন্দন দাস আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। লাঞ্ছিত করা হয়েছে দু’জন নারী মেডিকেল অফিসারকেও। এ ঘটনায় বুধবার দিবাগত রাতে থানায় মামলা দায়ের হয়েছে।
এ বিষয়ে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. আহাদ নাজমুল হাসান বলেন, কর্তব্যরত অবস্থায়
ডাক্তারদের ওপর যারা হামলা করেছে তাদেরকে গ্রেফতার না করা পর্যন্ত কর্মবিরতি চলবে। শুধুমাত্র জরুরি বিভাগ ও আন্ত:বিভাগের সেবা চালু থাকবে।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ ( ওসি) মোহাম্মদ শামসুদ্দিন বলেন, হাসপাতালে হামলার ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেফতারের জন্যে পুলিশ তৎপর আছে।