মোরেলগঞ্জ প্রতিনিধি : ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, সবাই মিলে মাঠে চল- এ স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জ বারইখালী যুব সমাজের আয়োজনে বঙ্গবন্ধু স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের খেলার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বারইখালী (উপজেলা) পুরাতন মাঠে অনুষ্ঠিত খেলায় বারইখালী ফুটবল একাদশ বনাম মোরেলগঞ্জ মর্নিং ক্লাব অংশ গ্রহণ করেন। খেলার প্রথম অর্ধে গোল শূন্য হলে দ্বিতীয় অর্ধে মোরেলগঞ্জ মর্নিং ক্লাব-৩-০ গোলে চ্যাম্পিয়ন হন। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন মোরেলগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র এ্যাড. মনিরুল হক তালুকদার। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, কাউন্সিলর মো. শাহিন শেখ, শহিদুল ইসলাম খান, সাংবাদিক এইচএম শহিদুল ইসলাম, এম পলাশ শরীফ, মর্নিং ক্লাবের ম্যানেজার শাহাজাহান আলী খান হায়দার, এ্যাড. খান আমজাদ হোসেন, আব্দুল্লাহ আল সুমন। খেলাটি পরিচালনা করেন মো. রোকনুজ্জামান উজ্জল। খেলায় বিপুল সংখ্যক দর্শকর উপস্থিত ছিল।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত