মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: মোল্লাহাটে গরু চুরির চেষ্টা কালে গরুর মালিক ও গ্রামবাসীর ধাওয়া খেয়ে চোরাই কাজে ব্যবহৃত ট্রাক ফেলে পালিয়ে গেছে গরু চোর চক্র।
সোমবার (১৮ নভেম্বর) ভোর সাড়ে তিনটায় উপজেলার জয়ডিহি বাজার এলাকায় এঘটনা ঘটে । ভুক্তভোগী রমেশচন্দ্র জানায়, তার গোয়ালে বাধা ৩ টি গরুর মধ্যে ২ টি বের করার পর ৩য় গরুটি বের করার সময় পরিবারের সদস্য রথীন হীরা টের পেয়ে ডাক চিৎকার শুরু করে। তাদের ডাক চিৎকার শুনে গ্রামবাসী মিলে এক সাথে ধাওয়া করলে চোর চক্রটি গাড়ি ফেলে পালিয়ে যায়।
এবিষয়ে মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ মো: শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, চুরির ঘটনায় যুক্ত ট্রাকটি জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং বিষয়টির ব্যাপারে আরো খোঁজখবর নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত