জন্মভূমি রিপোর্ট : বাগেরহাটের মোল্লাহাটে চয়ন বিশ্বাস (২০) নামে এক মাদক কারবারিকে ৯০ গ্রাম গাজা সহ আটক করেছে থানা পুলিশ। শনিবার রাত ১০ টার দিকে মোল্লাহাট থানাধীন আংরা এলাকা থেকে চয়নকে হাতে নাতে আটক করে পুলিশ।
তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের সহ রবিবার আদালতে সোপর্দ করা হয়েছে। চয়ন বিশ্বাস – অত্র উপজেলার আংরা গ্রামের প্রনব বিশ্বাসের ছেলে।
থানা অফিসার ইনচার্জ এস এম আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, মাদকবিরোধী নিয়মিত অভিযাণ চলছে এবং চলবে। কোন প্রকার মাদক সেবন/কারবারি রেহাই পাবে না।