মোল্লাহাট(বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা পর্যায়ে মাধ্যমিক শিক্ষার্থীদের অংশগ্রহনে ৫০তম গ্রীষ্মকালিন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (১১ সেপ্টেম্বর) স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির আয়োজনে, খলিলুর রহমান ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত এ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী (কমিশনার ভূমি) তাহমিনা সুলতানা নীলা, অধ্যক্ষ এল জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, একাডেমিক সুপার ভাইজার রামপদ বিশ্বাস, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও ক্রীড়া শিক্ষক বৃন্দ।