জন্মভূমি ডেস্ক : বাগেরহাটের মোল্লাহাটে চিংড়ি মাছে অপদ্রব্য (জেলি) পুশ করার অপরাধে বাবু ফকির (৩০) ও গোলাম মওলা (২৮) নামে দুই ব্যক্তির বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলার নাশুখালী মৎস্য আড়তে সোমবার দুপুরে অপদ্রব্য পুশ বিরোধী অভিযান পরিচালনা কালে হাতেনাতে ধরে মোবাইল কোর্টের মাধ্যমে এ জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শোভন সরকার পরিচালিত মোবাইল কোর্টে মৎস্য ও মৎস্য পণ্য (পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ) আইন, ২০২০ এর আওতায় উক্ত জরিমানা করা হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউশন দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম। মোবাইল কোর্টর বিষয়টি নিশ্চিত করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত