
মোল্লাহাট প্রতিনিধি : মোল্লাহাটে বুধবার উপজেলা মৎস্য অফিসের আয়োজনে দরিদ্র জেলেদের মাঝে জাল বিতরণ করা হয়েছে। ২০২২-২৩ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষন প্রকল্প এর আওতায় দরিদ্র জেলেদের সহায়তা হিসাবে বিনামূল্যে এ জাল দেওয়া হয়। সুফলভোগী ৫টি সমিতির ৮জন করে সদস্য মোট ৪০জন দরিদ্র মৎস্যজীবী সম্মিলিতভাবে উক্ত বড়জাল দিয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করতে পারবে। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন কৃষি অফিসার অনিমেষ বালা, সমবায় কর্মকর্তা মোঃ মোরশেক আহমেদ, ইউপি চেয়ারম্যান শিকদার উজির আলী, শেখ রফিকুল ইসলাম, মোঃ মনিরুজ্জামান মিয়া, মনোরঞ্জন পাল ও মোঃ মিজানুর রহমান মোল্লা, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, মৎস্য সমিতির প্রতিনিধি মোঃ এস্কেন্দার আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।