
মোল্লাহাট প্রতিনিধি : মোল্লাহাটে সোমবার সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের আয়োজনে ২০২২-২৩ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সুফলভোগীদের মাঝে বিনামূল্যে ছাগল, খোয়াড়, ভ্যাক্সিন ও ছাগলের খাবার বিতরণ করা হয়েছে। এ সময় ২০টি পরিবারের মাঝে ২টি করে স্ত্রী ছাগল, একটি খোয়াড়, ভ্যাক্সিন ও ছাগলের খাবার হিসাবে ভুসি বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, এস এম মিজানুর রহমান, মোহাম্মাদ আলী মোহনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ।