ডেস্ক রিপোর্ট : বাগেরহাটের মোল্লাহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আজিজুর রহমান চৌধুরী (৩০) ও মুরসালিন চৌধুরী (৩০) নামের দুই ব্যক্তি নিহত হয়েছে। এ সময় নারীসহ অন্তত অর্ধশতাধিক আহত হয়। শনিবার (৭ জুন) সন্ধ্যা ৬ টার দিকে মোল্লাহাট উপজেলার সিংগাতি গ্রামে এর সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত আজিজুল চৌধুরী মোল্লাহাট উপজেলা সিংগাতি গ্রামের মোশারফ চৌধুরীর ছেলে এবং মুরসালিন এরশাদ চৌধুরীর ছেলে।
আহতের মোল্লাহাট, খুলনা ও গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে মোল্লারহাট উপজেলার সিংগাতি গ্রামের এরশাদ চৌধুরীর সাথে মাসুদ চৌধুরীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে শনিবার সন্ধ্যায় দুইপক্ষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী ধরে চলা এ সংঘর্ষে এরশাদ চৌধুরীর সমর্থক আজিজুর রহমান চৌধুরী (৩০) নিহত হন। এ সময় নারীসহ অন্তত অর্ধশতাধিক আহত হয়। মারাত্মক ৩০ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সেখানে চিকিৎধীন অবস্থায় রাতে মুরসালিন চৌধুরী (৩০) নামে আরও এক যুবকের মৃত্যু হয়েছে।
মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত