
জন্মভূমি ডেস্ক : বাগেরহাটের মোল্লাহাটে নাশকতা মামলায় আটক করা হয়েছে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামকে। উপজেলার ভান্ডারখোলা এলাকা থেকে মঙ্গলবার সকাল ৮ টার দিকে তাকে আটক করা হয়।
জাহিদুল ইসলাম অত্র উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাহালপুর গ্রামের মৃত খবিরুল ইসলামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ জানান, গত ২৪/০৭/২০২৩ ইং তারিখে মোল্লাহাট থানায় নাশকতা মামলা নং ৯ রুজু হয়। উক্ত মামলায় তাকে গ্রেফতার পূর্বক আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।