মোল্লাহাট(বাগেরহাট)প্রতিনিধিঃ জাতীয় পরিচয় পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তর এর কুট পরিকল্পনার বিরুদ্ধে মানববন্ধন এবং অবস্থান কর্মসূচী পালন করেছে উপজেলা নির্বাচন কমিশন অফিসার্স এসোসিয়েশন।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১১ টা থেকে বেলা ১ টা পর্যন্ত তারা উপজেলা পরিষদের সামনে জাতীয় পরিচয়পত্র (ঘওউ) সেবা কার্যক্রম বাংলাদেশ নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবীতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করেন।
মানববন্ধনে উপজেলা নির্বাচন কর্মকর্তা ইসহাক বলেন, “ভোটার তালিকার ডাটাবেজ হতে জাতীয় পরিচয় পত্রের উৎপত্তি। ২০০৭-৮ সন থেকে এপর্যন্ত নির্বাচন কমিশন ভোটার তালিকার পাশাপাশি জাতীয় পরিচয় পত্রের কার্যক্রম সাফল্যের সাথে সম্পন্ন করে আসছে। জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশনের কাছে দেহ এবং আত্মার মতন, এটা আমাদের নিজস্ব সম্পদ।
তিনি সরকারের শুভ-বুদ্ধি উদয় কামনা করে বলেন, কারো কু-প্ররোচনায় প্ররোচিত না হয়ে এন আইডি কার্ড এবং ভোটার তালিকা যেমন নির্বাচন কমিশনের হাতে ছিল তেমন ই রাখতে হবে। জাতীয় পরিচয়পত্র কার্যক্রম বাংলাদেশ নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবীতে আমরা “ষ্টান্ড ফর এনআইডি” কর্মবিরতি কর্মসূচী পালন করছি। আমরা আশা করছি সরকার আমাদের দাবীর সাথে একমত থাকবে।” পরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন শেষে বেলা ১ টার পরে আবার অফিসের কার্যক্রম শুরু হয়।