বাগেরহাটের মোল্লাহাটে শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে ইউরোপীয় ইউনিয়ন ও কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড-এর সহযোগিতায় এবং উন্নয়ন সংস্থা জেজেএস এর উদ্যোগে কোষ্টাল কনসোর্টিয়াম (রূপান্তর, জেজেএস ও ওয়াটার এইড) এর মাধ্যমে পুষ্টি উন্নয়নে অংশগ্রহণমূলক সমন্বিত প্রকল্প (ক্রেইন) এর আওতায় পল্লী চিকিৎসক ও ফার্মাসিষ্টদের ২দিন ব্যাপি পুষ্টি বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে। উক্ত প্রশিক্ষণ উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: বিপ্লব কান্তি বিশ্বাস, শুভেচ্ছা বক্তব্য রাখেন জেজেএস এর ক্রেইন প্রকল্পের সমন্বয়কারী মো: মামুন অর রসিদ। প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন জেজেএস এর নিউট্রিশন স্পেশালিষ্ট মৌতিথি আইচ ও কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড-এর এ্যাডভোকেসী স্পেশালিষ্ট রুমানা শারমিন। প্রশিক্ষণে ৭টি ইউনিয়নের ২১জন পল্লী চিকিৎসক ও ফার্মাসিষ্টসহ ২৫জন অংশগ্রহণ করে। প্রশিক্ষণে জেজেএস এর মোল্লাহাট উপজেলা সমন্বয়কারী নব কুমার সাহা উপজেলায় চলমান পুষ্টি উন্নয়নে অংশগ্রহণমূলক সমন্বিত প্রকল্প (ক্রেইন) এর বিভিন্ন কর্মকাÐ বিষয়ে সংক্ষিপ্ত ধারনা প্রদান করেন।