বাগেরহাটের মোল্লাহাটে শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে ইউরোপীয় ইউনিয়ন ও কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড-এর সহযোগিতায় এবং উন্নয়ন সংস্থা জেজেএস এর উদ্যোগে কোষ্টাল কনসোর্টিয়াম (রূপান্তর, জেজেএস ও ওয়াটার এইড) এর মাধ্যমে পুষ্টি উন্নয়নে অংশগ্রহণমূলক সমন্বিত প্রকল্প (ক্রেইন) এর আওতায় পল্লী চিকিৎসক ও ফার্মাসিষ্টদের ২দিন ব্যাপি পুষ্টি বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে। উক্ত প্রশিক্ষণ উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: বিপ্লব কান্তি বিশ্বাস, শুভেচ্ছা বক্তব্য রাখেন জেজেএস এর ক্রেইন প্রকল্পের সমন্বয়কারী মো: মামুন অর রসিদ। প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন জেজেএস এর নিউট্রিশন স্পেশালিষ্ট মৌতিথি আইচ ও কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড-এর এ্যাডভোকেসী স্পেশালিষ্ট রুমানা শারমিন। প্রশিক্ষণে ৭টি ইউনিয়নের ২১জন পল্লী চিকিৎসক ও ফার্মাসিষ্টসহ ২৫জন অংশগ্রহণ করে। প্রশিক্ষণে জেজেএস এর মোল্লাহাট উপজেলা সমন্বয়কারী নব কুমার সাহা উপজেলায় চলমান পুষ্টি উন্নয়নে অংশগ্রহণমূলক সমন্বিত প্রকল্প (ক্রেইন) এর বিভিন্ন কর্মকাÐ বিষয়ে সংক্ষিপ্ত ধারনা প্রদান করেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত