মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: মোল্লাহাটে মৎস্য ঘেরের বৈদ্যুতিক তারের বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজন ঘের শ্রমিকের মৃত্যু হয়েছে। শ্রমিকের নাম মো: জয়নাল খান (৩৬)
জানাগেছে, শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টায় উপজেলার শুড়িগাতী গ্রামের জনৈক গৌরঙ্গ রায়(শংকর) এর মৎস্য ঘেরে এ ঘটনাটি ঘটেছে।
এ বিষয়ে নিহতের স্ত্রী নাদিরা জানান, তার স্বামী গৌরঙ্গ রায়ের মৎস্য ঘেরে ৩ বছর যাবত কর্মরত ছিলেন। প্রতিদিনের ন্যায় শনিবার দুপুরের খাবার খেয়ে ঘেরের উদ্দেশ্যে বাড়ি থেকে যায়, দীর্ঘ সময় বাড়ি না ফেরায় সন্ধ্যায় তার ভাইপো ঘেরে গিয়ে তাকে ঘেরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায়। এরপর বাড়িতে খবর দিলে বাড়ির সবাই খবর পেয়ে ছুটে আসে। এক পর্যায়ে পুলিশ ও স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জয়নালকে ঘেরের মধ্যে থেকে মৃত অবস্থায় উদ্ধার করে।
এ বিষয়ে মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত