মোল্লাহাট(বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের মোল্লাহাট উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার বীর মুক্তিযোদ্ধাগণের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত এ সাক্ষাৎ এ উপজেলা নির্বাহী অফিসার বীর মুক্তিযোদ্ধাগণের সাথে নানা বিষয়ে কথা বলেন ও কুশলাদি বিনিময় করেন, এসময় বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্বারক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহীনুল আলম ছানা। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাসসহ সাত ইউনিয়নের কমান্ডার বৃন্দ ও বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।