মোল্লাহাট প্রতিনিধি : মোল্লাহাটে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্যাপ্টিষ্ট’র পক্ষ থেকে শিশু ও কিশোর কিশোরী সংগঠনের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে আটজুড়ী ইউনিয়নের দত্তডাঙ্গা মাঠে ব্যাপ্টিষ্ট এইড বিবিসিএফ এর মোল্লাহাট শিশু, যুব ও সমাজ উন্নয়ন প্রকল্পের (এমসিওয়াইসিডিপি) উদ্যোগে, ট্রান্সফর্ম এইড ইন্টারন্যাশনাল ও অস্ট্রেলিয়ান এইডের আর্থিক সহায়তায় বার্ষিক এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলার ১৪টি গ্রামের ৪৫টি শিশু সংগঠন ও ৩০টি কিশোর কিশোরী সংগঠনের সদস্যরা উক্ত সমাবেশে অংশগ্রহণ করে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মিয়া। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রকল্প ব্যবস্থাপক রিচার্ড স্বপন দাস। উপস্থিত ছিলেন মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, রঞ্জন দত্ত, সাংবাদিক এম এম আরাফাতুল ইলাম, জন পল কর্মকার, যোহন বিশ্বাস, মার্ক প্রিন্স, বর্ষা সরকারসহ উক্ত সংগঠনের সহায়ক ও সদস্যবৃন্দ।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত