জন্মভূমি রিপোর্ট : বাগেরহাটের মোল্লাহাটে মোটর সাইকেল চাপায় অজ্ঞাত নামা (৩৫) এক পথ চারী নিহত হয়েছে। বুধবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার কাহালপুর পল্লী বিদ্যুৎ সাব স্টেশনের পাশে খুলনা-ঢাকা মহাসড়কে এদুর্ঘটনা ঘটে।
মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুর রহমান জানান, অজ্ঞাত ব্যেক্তির মরদেহ এবং ঘাতক মোটর সাইকেলটি উদ্ধার করা হয়েছে। এছাড়া মরদেহের ময়না তদন্তের কার্যক্রম প্রক্রিয়ধীন বলেও জানান তিনি।