মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে উপজেলাধীন সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ ও খেলাধুলার সরঞ্জাম বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে মনমুগ্ধকর কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠানের মধ্য দিয়ে উক্ত বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষা একটি জাতির মেরুদন্ড এই শিক্ষার মান উন্নয়নে মোল্লাহাট উপজেলা প্রশাসনের আয়োজনে অত্র উপজেলায় যে উদ্যোগ গ্রহণ করা হলো, এই উদ্যোগ বাগেরহাট জেলাসহ সারাদেশের মডেল হবে। শিক্ষার্থীদের শুধু পুঁথিগত শিক্ষা গ্রহণ করলেই হবে না, তরুণ প্রজন্মকে নকল মুক্ত, মানসম্মত এবং বাস্তবসম্মত সুশিক্ষা গ্রহণ করতে হবে। প্রধান অতিথি মোল্লাহাট উপজেলার সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়, শহীদ হেমায়েত উদ্দিন মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং মোল্লাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কে মডেল বিদ্যালয় হিসাবে উদ্বোধন করেন। এছাড়া জন্ম মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বিশেষ অবদান রাখার জন্য ইউনিয়ন পরিষদের প্রশাসক, উদ্যোক্তা, গ্রাম পুলিশ, স্বাস্থ্য পরিদর্শক ও সহকারীকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন এবং ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়ে স্থাপিত শহীদ মিনার উদ্বোধন ও বৃক্ষরোপন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার নাসরিন। উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান শুভ, উপজেলা প্রকৌশলী মোঃ শওকত হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার আতিকুর রহমান জুয়েল, উপজেলা বিএনপি’র (ভারপ্রাপ্ত) আহ্বায়ক সিকদার জামাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক শেখ শাহেদ আলী, সদস্য সচিব মো. জাহিদুল ইসলাম মিয়া, জামায়াতে ইসলামের সেক্রেটারী মো. হেদায়েত উল্লাহ, প্রধান শিক্ষক এস এম ফরিদ আহমেদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. রিয়াজুল ইসলাম রিয়াজ, জেলা যুবদলের সাবেক সভাপতি এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. হারুন আল রশিদ, জামায়াত ইসলামের যুব শাখার সেক্রেটারি মিয়া পারভেজ আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী ও সাংবাদিকবৃন্দ