মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের মোল্লাহাটে উপুড় হয়ে শোয়ার কারণে দমবন্ধ হয়ে খাদিজা নামে ৭ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। উপজেলার দারিয়ালা গ্রামে মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে। শিশুটি অত্র উপজেলার দারিয়ালা গ্রামের ইব্রাহিমের একমাত্র সন্তান।
শিশুর পরিবারের সদস্যরা জানায়, ঘটনার কিছু সময় পূর্বে সম্পূর্ণ সুস্থ অবস্থায় খাদিজাকে ঘুমিয়ে রেখে তার মা কাজে যায়। এরপর ফিরে এসে দেখেন শিশু খাদিজা উপুড় হয়ে শুয়ে আছে। তখন তাকে কোলে নিলে একবার মাত্র প্রশ্বাস হয়। এরপর নিথর অবস্থায় মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক খাদিজাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে হাসপাতাল সূত্র জানায়, সকাল সাড়ে ১১ টার দিকে শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। এর অন্তত ২ ঘন্টা পূর্বে তার মৃত্যু হয়েছে বলেও অভিমত ব্যক্ত করেন।