মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: মোল্লাহাটে কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটি (সিএমসি)’র সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১১ জুন সকালে, উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার। পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনীয়া আকতার। উপস্থিত ছিলেন কমিটির সদস্য উপজেলা শিল্পকলা একাডেমীর পরিচালক মোহাম্মাদ আলী মোহনসহ জনপ্রতিনিধিবৃন্দ, কিশোর কিশোরী ক্লাবের জেন্ডার প্রোমোটর এবং শিক্ষকবৃন্দ। কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার বাল্য বিবাহ বন্ধসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে কিশোর কিশোরী ক্লাবের প্রতিনিধিদের এগিয়ে আসাএবং ক্লাবের কার্যক্রম আরো বেগবান করার আহ্বান জানান।