
জন্মভূমি রিপোর্ট : বাগেরহাটের মোল্লাহাটে গভীররাতে একটি হার্ডওয়্যার’র দোকানে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। উপজেলার জয়ডিহি বাস স্ট্যান্ড সংলগ্ন “বিসমিল্লাহ এন্টারপ্রাইজ” নামে হার্ডওয়্যার দোকানে গত মঙ্গলবার রাত ১২টার দিকে এ অগ্নিকাণ্ড ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।
ভিকটিম পরিবার সুত্র জানায়, প্রতিদিনের মতো মঙ্গলবার রাত ১০ টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েন এর সত্বাধিকারী এফ এম সায়েম ও তার ছোট ভাই এফ এম আয়ুব আলী। এরপর গভীর রাতে মোবাইল ফোনে জানতে পারেন যে দোকানে আগুন লেগেছে। এরপর তারা দ্রুত দোকানে এসে দেখেন ফায়ার সার্ভিসের লোকজন আগুন নেভানোর চেষ্টা করছে। প্রায় ঘন্টা ব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়, এরই মাঝে আগুনে পুড়ে অন্তত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।
আটজুড়ী ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মিয়া জানান, তিনি খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনা স্থলে পৌঁছান। নগদ টাকা ও হার্ডওয়্যার সামগ্রী মিলে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও উল্লেখ করেন।
মোল্লাহাট ফায়ার সার্ভিস স্টেশন লিডার মোঃ সাজেদুর রহমান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনা স্থলে পৌঁছান এবং দোকানে শাটার কেটে টিমসহ আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি।
থানা অফিসার ইনচার্জ এস এম আশরাফুল আলম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি উপস্থিত থেকে নেতৃত্ব দিয়ে আগুন নেভানোর কাজে সহায়তা করেছেন।