মোড়েলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের কিসমত জামুয়া গ্রামে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে গৃহবধূর চুল কেঁটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শুক্রবার দুপুরে মোড়েলগঞ্জ থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িত অভিযোগে সাবেক এক ইউপি সদস্যা ও তার ছেলে রিয়াদ খানকে আটক করেছে।
অভিযোগে জানা গেছে, অত্র গ্রামের প্রবাসী মো: ইদ্রিস ফকিরের স্ত্রী (৩৭) দুই সন্তানের জননীকে একই গ্রামের রিয়াদ খান দীর্ঘদিন ধরে উত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছে । এতে সে প্রতিবাদ করলে তাকে দেয়া হয় হুমকি। ঘটনার দিন বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে প্রকৃতির ডাকে প্রবাসীর স্ত্রী বাইরে বের হলে ওৎ পেতে থাকা রিয়াদ খানসহ আরো ২ জন তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে ব্যার্থ হয়ে চুল কেটে দেয়। ৯৯৯ তে ফোন দিলে পুলিশ ভোর রাতে ঘটনাস্থলে গিয়ে গৃহবধূ ও তার কাটা চুল উদ্ধার করে।
এ ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ রিয়াদ খান ও তার মা সাবেক ইউপি সদস্যা মনজিলা বেগমকে আটক করেছে। এ ঘটনায় গৃহবধূর ভাই সাইদুল শেখ বাদী হয়ে মোড়েলগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
থানার অফিসার ইন চার্জ মো: সাইদুর রহমান বলেন, গভীর রাতে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নির্যাতিতা গৃহিনীকে উদ্ধার ও ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২জনকে আটক করা হয়েছে। অভিযোগ পাওয়া গেছে। মামলা দায়ের হবে বলে তিনি জানান।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত