
মোড়েলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোড়েলগঞ্জে দক্ষিণবঙ্গ উন্নয়ন যুব ক্লাবের উদ্ধোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে বলইবুনিয়া ইউনিয়নের বাসবাড়িয়া এলাকায় ক্লাবটির উদ্ধোধন উপলক্ষে এক সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোড়েলগঞ্জ উপজেলা চেয়ারম্যান এড. শাহ-ই আলম বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: জাহাঙ্গীর আলম, আফরোজা আক্তার লিনা, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী খান, মাস্টার খ.ম লুৎফর রহমান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, উপাধ্যক্ষ ফারুকুল ইসলাম গাজী, শিল্পপতি শাহাজামাল মিঠু।
সমাজ সেবক আবুল খায়ের শেখের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বলইবুনিয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক বারবার নির্বাচিত ইউপি সদস্য মো: জাহাঙ্গীর হোসেন, খালেদুজ্জামান সুমনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।