মোড়েলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোড়েলগঞ্জে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক শামীম আহসান পলাশ এর নির্বাচনী অফিস ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এতে ৩ জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
শুক্রবার বিকেলে ১০নং হোগলাবুনিয়া ইউনিয়নের নাগেরহাটে নৌকা প্রতীকের সমর্থকরা স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের অফিস ভাংচুর করেছেন বলে দাবী করছেন স্বতন্ত্র প্রার্থী। অফিসে থাকা নাগেরহাট মৃধাবাড়ী জামে মসজিদের ইমাম লোকমান হোসেন, প্রধান শিক্ষক আলী হায়দার চুন্নু, জামাল শেখ আহত হয়েছে।
এদিকে সন্ধ্যা সাড়ে ৬টায় নাগেরহাট বাজারে আনারসের কর্মীরা অফিস ভাংচুরের ঘটনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন। এ সময় প্রতিবাদ সভায় বক্তাব্য রাখেন ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মো. তানভীর হায়দার জনি, সহ-সভাপতি সাইফুল ইসলামস, যুবলীগ নেতা জিয়াউর রহমান সহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত