বিজ্ঞপ্তি: ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার মেয়র প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়াল বলেন , সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় হাতপাখার বিকল্প নেই। হাতপাখা মানুষের মাঝে আদর্শিক পরিবর্তনের আহবান নিয়ে এসেছে। দুর্নীতি, দু:শাসন, চাঁদাবাজ ও চোরাচালানী বন্ধে হাতপাখাই আমাদের মূল হাতিয়ার। স্বাধীনতার পর থেকে বারবার সরকার পরিবর্তন হয়েছে, নেতার পরিবর্তন হয়েছে কিন্তু মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হয় নাই। মৌলিক অধিকার থেকে বঞ্চিত থেকেছে খুলনার মানুষ। জনগণকে ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করে নেতারা তাদের নিজেদের আখের গুছিয়েছে।
তিনি আরো বলেন, মহান রব্বুল আলামিনের ঘোষণা হলো, যে জাতি তাদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করে না মহান আল্লাহ্ তাদের ভাগ্য পরিবর্তনে কোন সাহায্য করেন না। অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় যে আপনারা শত অনিয়ম, দুর্নীতি, দুঃশাসন ও অবহেলার মাঝে বেঁচে আছেন অথচ তার প্রতিবাদ করা ভুলে গেছেন। আপনারা বার বার সিদ্ধান্তে ভুল করছেন তবুও খুলনা নগরীর দুরাবস্থার জন্য কারা দায়ী; এ গোষ্ঠিকে চিহ্নিত করতে হবে, তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে। খুলনা সিটির উন্নয়নের পথে, অগ্রযাত্রার পথে যারা বারবার ছোবল মারে তাদেরকে ভোটের মাধ্যমে বয়কট করতে হবে।
আজ শনিবার (১০ জুন) প্রচারণার শেষদিন সকাল থেকে দৌলতপুর বাজার, স্টেশন রোড, বড় বাজার, ডাকবাংলা, কদমতলা, রুপসা ট্রাফিক মোড়, সাতরাস্তা, গল্লামারী, নিউমার্কেট, সোনাডাঙা বাসস্ট্যান্ড, খুলনা মেডিকেল কলেজ এলাকায় গণসংযোগ ও পথসভায় তিনি এ কথা বলেন। এ সময় বক্তব্য রাখেন ইসলাম আন্দোলন বাংলাদেশ খুলনা বিভাগীয় সাংগঠনিক মাওলানা শোয়াইব হোসেন।
তিনি আরো বলেন, খুলনা সিটির এ দুরাবস্থার জন্য মূল কারণ হল – দুর্নীতি, টেন্ডারবাজী, অপরিকল্পিত কর্মকান্ড ও উন্নয়নমূলক কর্মকান্ডে ক্ষমতাসীন দলের অশুভ প্রভাব-প্রতিপত্তি। এ কারণে উন্নয়নমূলক কর্মকান্ড টেকসই হয়না। সিটি কর্পোরেশন আজ একটি অশুভ কায়েমী স্বার্থবাদী গোষ্ঠির সিন্ডিকেটে পরিণত হয়েছে। তা না হলে ঐতিহ্যবাহী শিল্পনগরী খুলনার সিটির এ করুন দশা হতে পারে না। আমি নির্বাচিত হলে এ অবস্থার পরিবর্তন করবো ইনশাআল্লাহ। অবস্থার পরিবর্তনের লক্ষ্যে আগামী ১২ জুন হাতপাখা মার্কায় ভোট দেবার আহ্বান জানান তিনি।
আব্দুল আউয়াল বলেন, আমি বিজয়ী হলে শিল্পনগরী খুলনার ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ে পরিবেশ বান্ধব বাসযোগ্য মহানগর গড়ে তুলবো। সকল শ্রেণীর মানুষের সমান অধিকার নিশ্চিতের মাধ্যমে নাগরিকদের মাঝে ন্যায্য সেবার ব্যবস্থা করবো। মানুষের মৌলিক অধিকার খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার যথাযথ বাস্তবায়ন করবো।
নাগরিক সেবার সকল কার্যক্রমকে ওয়ার্ড পর্যায়ে পৌঁছে দিবো । ওয়ার্ড ভিত্তিক খোলা জায়গা, মাঠ, ঈদগাহ, কমিউনিটি সেন্টার, মশক নিয়ন্ত্রন কেন্দ্র, পানি ও গ্যাস সরবরাহ লাইন স্থাপন, প্রয়োজনীয় সেবা কর্মী, স্বাস্থ্য কেন্দ্র, মাতৃসদনসহ জরুরী সকল সেবা প্রদানের নিশ্চয়তা দিয়ে পরিকল্পিতভাবে করে কাজ করবো।
গনসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর কেসিসি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান পরিচালক মোঃ নাসির উদ্দিন, সহকারী পরিচালক মুফতী আমানুল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সভাপতি মাওলানা আব্দুল্লাহ ইমরান সমন্বয়নকারী মুফতি ইমরান হুসাইন,সহ- সমন্বয়কারী হাফেজ আসাদুল্লাহ গালীব, নির্বাচনী প্রধান এজেন্ট শেখ হাসান ওবায়দুল করিম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় উপ-সম্পাদক মুফতী আমিরুল ইসলাম অর্থ সমন্বয়নকারী আবু গালিব,সহ সম্বয়নকারী রবিউল ইসলাম তুষার, ফেরদৌস গাজী সুমন, গনসংযোগ সমন্বয়কারী মোঃ সাইফুল ইসলাম,সহ-গণসংযোগ সমন্বয়কারী মুহ. মঈন উদ্দিন, মিডিয়া সমন্বয়কারী আব্দুল্লাহ আল নোমান, মিডিয়া সমন্বয়ক আব্দুল্লাহ আল-মামুন, এম এ সাদী, মোস্তফা আল গালীব, হাবিবুল্লাহ মিসবাহ সহথানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ।