যশোর অফিস : সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন, বেলুন উড়ানো, নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। মঙ্গলবার সকালে যবিপ্রবির কেন্দ্রীয় খেলার মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন। আগামী ১৬ অক্টোবর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে এ প্রতিযোগিতার সমাপ্ত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, খেলাধুলা ও পড়ালেখা দুইটাই পাশাপাশি একটি আরেকটির পরিপূরক। খেলাধুলা একজন মানুষকে সার্বিকভাবে মানুষ হিসেবে তৈরি করতে সাহায্য করে। সুস্থ মন যদি না থাকে, সুস্থ দেহ যদি না থাকে, তাহলে জীবনে যতবড় মেধাবী শিক্ষার্থী হও না কেন, শেষ পর্যন্ত তোমার জীবনে যে সাফল্য আসবে বলে মনে করো, তা কিন্তু আসবে না। কাজেই খেলাধূলা একইসাথে কিভাবে বন্ধুত্ব করা যায়, কিভাবে শৃঙ্খলাবদ্ধ হওয়া যায়, তা শেখায়।
অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, ফুটবল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রিয় খেলা ছিল। তোমরা এই খেলা শ্রদ্ধার সাথে খেলবে। এ ধরনের প্রতিযোগিতা বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের পারস্পারিক বন্ধুত্ব ও মেলবন্ধনের দারুন সুযোগ তৈরি হয় বলেও জানান তিনি।
শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো: সিরাজুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য দেন, যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আনিছুর রহমান, ডিনস কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোঃ ইকবাল কবীর জাহিদ, যবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ সোহেল রানা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক মো: আব্দুল ওয়হেদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডিন অধ্যাপক ড. মো: তানভীর ইসলাম, ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, শরীরচর্চা দপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল্লাহ-হেল কাফি, ফিজিক্যাল ইন্সট্রাক্টর উজ্জল চন্দ্র সূত্রধর, মোঃ শাহিনূর রহমান, মোঃ রায়হান রাকিব, বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারীবৃন্দ।