প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৩, ২০২৫, ১১:২০ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৫, ২০২৩, ৫:০১ পি.এম
যবিপ্রবি ছাত্রের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন
![]()
যশোর প্রতিনিধি : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের পুষ্টি খাদ্য প্রযুক্তি বিভাগের স্নাতকোত্তর ছাত্র আব্দুল্লাহ আল মামুনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুষ্টি খাদ্য বিভাগের সাধারণ ছাত্রদের উদ্যোগে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন করা হয়।
ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তারা বলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি সুপারভাইজার বাদল ও তার সন্ত্রাসী বাহিনী বিশ্ববিদ্যালয়ে একের পর এক ছাত্র-শিক্ষকের সাথে অসাধু আচারণ ও নির্যাতন চালিয়ে যাচ্ছে। গত ১৩ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামেন পুষ্টি খাদ্য বিভাগের ছাত্রের উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে। অবিলম্বে বাদলসহ তার সন্ত্রাসী বাহিনীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করার দাবি জানানো হয় মানববন্ধন থেকে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
জন্মভুমি অনলাইন মিডিয়া