
শহিদ জয়,যশোর : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সামনে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্তের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে যশোর–চৌগাছা সড়কের আমবটতলা এলাকায় প্রায় এক ঘণ্টা ধরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, অন্তত পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছেন। তবে কেউ গুরুতর আহত হয়েছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সন্ধ্যায় যবিপ্রবির এক নারী শিক্ষার্থী আমবটতলা মোড়ে একটি ফটোকপির দোকানে গেলে দোকানদার তাঁকে উত্ত্যক্ত করেন। বিষয়টি জানাজানি হলে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী দোকানদারকে মারধর করেন। পরে স্থানীয় দোকানদার ও যুবকদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ ছড়িয়ে পড়ে। দুই পক্ষের ইটপাটকেল নিক্ষেপে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সংঘর্ষের একপর্যায়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ঢুকে গেলে স্থানীয়রা সড়কে টায়ার ও বেঞ্চ জ্বালিয়ে বিক্ষোভ করেন। এতে যশোর–চৌগাছা সড়কে তীব্র যানজট তৈরি হয়। খবর পেয়ে স্থানীয় ফাঁড়ি, থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
যবিপ্রবির উপাচার্য অধ্যাপক আব্দুল মজিদ বলেন, ‘স্থানীয়দের হামলায় আমাদের কমপক্ষে পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছে বলে শুনেছি। বিশ্ববিদ্যালয় একা পরিস্থিতি সামাল দিতে না পারায় পরে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতাদের সহায়তা নিতে হয়।’ তিনি জানান, পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর পর পরিস্থিতি স্বাভাবিক হয়। আহতের সঠিক সংখ্যা যাচাই করা হচ্ছে।’

