প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৭, ২০২৫, ৫:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৩, ২০২২, ৯:৩০ পি.এম
যশোরে মা মনোয়ারা ও ছেলে মনোয়ার ডিবি পুলিশের কাছে মাদকসহ আটক
![]()
যশোর অফিস
যশোরের ঝিকরগাছা উপজেলার মনোহরপুর গ্রামের মাদক বিক্রেতা মনোয়ারাকে (৪৫) ছেলেসহ আটক করেছে ডিবি পুলিশ। মনোয়ারা ওরফে মঞ্জুয়ারা ওরফে ভাবি ওই গ্রামের ওলিয়ার রহমানের স্ত্রী। এ সময় তার ছেলে মনোয়ার হোসেনকে (২৮) আটক করা হয়। তাদের কাছ থেকে ১শ পিস ইয়াবা ট্যাবলেট, ৪৫ বোতল ফেনসিডিল ও এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
যশোর ডিবি পুলিশে ওসি রুপণ কুমার সরকার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান ডিবির এসআই আরিফুল ইসলাম তার সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার সকাল ৬টার দিকে মনোহরপুর গ্রামের ওলিয়ার রহমানের বাড়িতে অভিযান চালিয়ে ওই মাদকদ্রব্য উদ্ধার করেন এবং ঘটনার সাথে জড়িত মা-ছেলেকে আটক করেন। তিনি আরো জানান, তারা দীর্ঘদিন ধরে এই মাদক কেনাবেচা করে আসছে। ইতোপূর্বে মনোয়ারার বিরুদ্ধে ৬টি ও মনোয়ার হোসেনের বিরুদ্ধে ৮টি মামলা আছে ঝিকরগাছা থানায়।
এলাকার একটি সূত্র জানিয়েছে, এরা আগেও অনেকবার মাদকসহ পুলিশের হাতে আটক হয়েছে মা ছেলে। কিন্তু জেল থেকে জামিনে বেরিয়ে ফের মাদক কেনাবেচা করে থাকে। মনোয়ারার স্বামী ওলিয়ার রহমানও একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে এক ডজনেরও বেশি মামলা আছে থানায়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
জন্মভুমি অনলাইন মিডিয়া