প্রিন্ট এর তারিখঃ জুলাই ৬, ২০২৫, ৭:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৫, ২০২২, ৩:৫৯ পি.এম
যশোর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এক মাসে ৪৪ মোবাইল উদ্বার
![]()
যশোর অফিস
যশোর জেলা পুলিশের অভিযানে হারানো মোবাইল উদ্বার করেছে দিয়েছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। এছাড়া ভুলবশত বিকাশ ও নগদের মাধ্যমে পাঠানো টাকা উদ্ধার করে সাফল্য ও প্রশাংসা কুড়িয়েছেন পুলিশের এই বিভাগটি।
গত মে মাসে বিভিন্ন কোম্পানীর হারানো ৪৪টি উন্নত মানের মোবাইল ফোন উদ্ধার করেছে বিভাগটি। জেলার বিভিন্ন থানায় দায়ের করা সাধারণ জিডিমুলে, ৪৪টি মোবাইল ফোন ও বিকাশ নগদের পাঠানো এক লক্ষ ২৬ হাজার ১৮৬ টাকা, উদ্ধার করা হয়েছে।এর পাশাপাশি ১৪টি ফেসবুক আইডি পুনরুদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুরে যশোর জেলা পুলিশের কনফারেন্স রুমে এগুলো হস্তান্তর করা হয়। এসময় যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (‘খ সার্কেল’) মুকিত সরকারসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
জন্মভুমি অনলাইন মিডিয়া