যশোর অফিস : যশোর জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সদ্য বিদায় এসপি প্রলয় কুমার জোয়ারদারকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার দুপুরে যশোরের কোন পুলিশ সুপারকে বিদায় জানানো হয়। যশোর পুলিশ লাইনে এই বিদায় সংবর্ধনায় ফুল দিয়ে ঢাকা গাড়িটি পুলিশ সদস্যরা পুলিশ লাইন থেকে রশি দিয়ে টেনে নিয়ে মহাসড়কে তাকে বিদায় জানায়। এর আগে প্রলয় কুমার জোয়রদারকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তিনি পুলিশ সদস্যদের সাথে হাতে হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় জেলার পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ছাড়াও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।