
যশোর অফিস : যশোরে অনুষ্ঠিত হয়েছে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। শনিবার (১৩ জানুয়ারি) বিকেলে যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের তীরেরহাট গ্রামবাসীর আয়োজনে এ ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় হৈবতপুর, চুড়ামনকাটি, ইছালী, কাশিমপুর, চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নসহ বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার মানুষ খেলা দেখতে আসেন। পাঁচ রাউন্ডের খেলায় ৪০ জন প্রতিযোগী অংশ নেন।
প্রতিযোগিতায় চৌগাছার দশপাকিয়া গ্রামের মিলন হোসেন প্রথম, নড়াইলের শাহিন হোসেন দ্বিতীয় ও সদর উপজেলার ইছালী ইউনিয়নের রাজাপুর গ্রামের রাশেদুল ইসলাম তৃতীয় স্থান অধিকার করেন। শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল।
হৈবতপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হক বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লেবুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন, চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দাউদ হোসেন দফাদার, হৈবতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সিদ্দিক, কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম, রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সোহরাব হোসেন ও নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহমেদ।