যশোর অফিস : যশোর জেলার বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজারে বিষপানে রহিমা বেগম (৪২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। মানসিক ভারসাম্যহীন অবস্থায় তিনি বিষপান করেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
মৃত রহিমা বেগমের স্বামীর নাম নাজমুল কবির। তিনি যশোর জেলার বাঘারপাড়া থানাধীন কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা।
পরিবার সূত্রে জানা যায়, রহিমা বেগম দীর্ঘদিন যাবৎ বিভিন্ন শারীরিক রোগে ভুগছিলেন এবং মানসিক সমস্যায়ও আক্রান্ত ছিলেন।
গত ১৯ এপ্রিল সকাল ৯টার দিকে খাজুরা বাজারে সকলের অগোচরে তিনি বিষপান করেন। পরে অসুস্থ অবস্থায় পড়ে গেলে স্বজনরা দ্রুত তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ওইদিনই সকাল ১১টা ৫৫ মিনিটে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ২৪ এপ্রিল সকাল ৬টা ৪৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, বিষক্রিয়ার ফলেই তার মৃত্যু হয়েছে।
বর্তমানে মৃতদেহটি যশোর জেনারেল হাসপাতালের
মর্গে ময়নাতদন্ত শেষে আত্মীয়-স্বজনের কাছে দেওয়া হয়েছে এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ অপ মৃত্যু মামলা হয়েছে।