প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৫, ১:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩০, ২০২২, ৯:২১ পি.এম
যশোরের ঝিকরগাছায় পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু
![]()
যশোর অফিস
যশোরের ঝিকরগাছার পল্লীতে বৃষ্টিতে জমে থাকা গর্তের পানিতে ডুবে সুমাইয়া খাতুন নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
উপজেলার শংকরপুর ইউনিয়নের কুলবাড়ীয়া গ্রামে আজ শনিবার সকাল ১০টার সময়এ ঘটনা ঘটে। নিহত শিশু সুমাইয়া ওই গ্রামের বুলির কন্যা।
প্রত্যক্ষদর্শির বলেছেন, সুমাইয়া সবার অগোচরে বৃষ্টিতে জমে থাকা গর্তের পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর বাড়ীর সামনে গর্তের পানিতে তাকে ভাসতে দেখে তাকে উদ্ধার করে শার্শার উপজেলার বাগআঁচড়া এলাকার একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ক্লিনিকে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে বলে স্হানীয় চিকিৎসক জানান।এদিকে শিশু সুমাইয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও সি) সুমন ভক্ত বলেন, সংবাদ পেয়ে এলাকায় ফোর্স পাঠিয়েছি।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
জন্মভুমি অনলাইন মিডিয়া