যশোর অফিস : যশোরে একটি এগ্রো কোম্পানির প্রায় ১০ লাখ টাকা ও একটি মোটরসাইকেল আত্মসাৎ করার অভিযোগে ওই কোম্পানির মার্কেটিং অফিসার আব্দুল করিম রমনের (২৬) বিরুদ্ধে কোতয়ালি থানায় অভিযোগ হয়েছে। যশোরের জাগরণী চক্র এলাকার স্টেট এগ্রো ইন্ডাস্ট্রি লিমিটেডের অ্যাকাউন্ট অফিসার খালিদ সাইফুল্লাহ অভিযোগটি করেন।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালের ১০ আগস্ট রমন ওই কোম্পানির মার্কেটিং অফিসার পদে নিয়োগপ্রাপ্ত হন। কোম্পানির থেকে তাকে একটি মোটরসাইকেল (যশোর-হ-১৮-৪৩৫০) দেয়া হয়। কোম্পানির বিভিন্ন ডিলার, পরিবেশক ও মার্কেট থেকে ৯ লাখ ৭৩ হাজার ৭৯০ টাকা উঠিয়ে গত ৩১ ডিসেম্বর কোম্পানিতে জমা দেয়ার কথা ছিল। বিকেল সাড়ে তিনটা থেকে আব্দুল করিম রমণ (২৬) মোবাইল ফোন সেট বন্ধ করে নিখোঁজ রয়েছে। বারবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। তার বাড়িতে গিয়ে যোগাযোগের চেষ্টা করলে বাড়ির লোকজন তার সম্পার্কে কোন তথ্য দিতে দিচ্ছে না। ফলে সে কোম্পানির টাকা ও মোটরসাইকেল আত্মসাৎ করে গোপনস্থানে রয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
অভিযোগটি যশোর কোতোয়ালি থানায় দায়ের করা হলে বর্তমানে অভিযোগটি তদন্ত করছেন চাচড়া পুলিশ ফাঁড়িতে দেওয়া হয়েছে। বিষয়টি জানিয়েছেন স্টেট এগ্রো লিমিটেড যশোরের অ্যাকাউন্ট অফিসার মোঃ খালিদ সাইফুল্লাহ।
অভিযুক্ত মোঃ আব্দুল করিম রমণ যশোর শহরের বেজপাড়া মেইন রোডের আব্দুল কুদ্দুস মিন্টু,ও ফরিদা পারভীনের ছেলে।