শহিদ জয় যশোর থেকেঃ যশোর বিজিবি রিজিয়নের অধীনস্থ দুটি ব্যাটেলিয়নের অভিযানে সোনা পাচারের সাথে জড়িত এক চোরাকারবারিকে আটক ও প্রায় ২ কেজি ওজনের সোনা উদ্ধার করেছে। উদ্ধারকৃত সোনার মূল্য প্রায় তিন কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।
যশোর বিজিবি পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে ,যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) ও মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর যৌথ অভিযানে ২কেজি ৮শ ২৯ গ্রাম ওজনের ১৭ টি স্বর্ণের বারসহ ১ চোরাকারবারীকে আটক করে।
আজ শনিবার সকাল দশটার দিকে গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি যশোর ,ও ঝিনাইদহের মহেশপুর দুটি ব্যাটেলিয়ানের সদস্যরা জানতে পারেন কিছু সোনা বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচার হবে। যার প্রেক্ষিতে যশোর রিজিয়নের অধীনস্থ যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) ও মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর সমন্বয়ে যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন খলশী বাজার গ্রামে অধিনায়ক, ৪৯ বিজিবি (যশোর) এবং ৫৮ বিজিবি (মহেশপুর) এর নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালনা করে।এ সময় দুটি ব্যাটেলিয়নের সদস্যরা সীমান্তের বেনাপোল খলশি বাজারস্থ গ্রামের মাঠ থেকে ১৭ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ সময় সোনা পাচারকারী সদস্য মিকাইল হোসেন পিন্টূ( ৩০)কে আটক করে। আটক পিন্টু যশোর বেনাপোলের বারোপোতা গ্রামের আবু সাঈদের ছেলে। উদ্ধারকৃত সোনার মূল্য ২ কোটি ৮২ লক্ষ্য ৯১ হাজার টাকা বলে জানাইছেন বিজিবি।
উদ্ধারকৃত স্বর্ণ বেনাপোল পোর্ট থানার মামলার মাধ্যমে ট্রেজারিতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবি।
যশোরের প্রায় তিন কোটি টাকা মূল্যের সোনাসহ আটক ১
Leave a comment