যশোর অফিস : যশোরের বিস্ফোরক ব্যবসায়ী ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আলম শেখ (৪৫)কে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)।
গত সোমবার গভীর রাতে যশোর জেলার কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্ণেল আরিফ মহিউদ্দিন।
তিনি জানান, আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছেন। তিনি এলাকায় আধিপত্য বিস্তার করে সন্ত্রাসী কার্যক্রমসহ বিভিন্ন অপকর্মে জড়িত ছিলেন। তার অপকর্মে এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়ে।
র্যাব-৩ অধিনায়ক আরও জানান, ১৯০৮ সালের বিস্ফোরক আইনে ফুলতলা থানায় ২০১০ সালের ২৬ ফেব্রুয়ারি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে আদালত এই মামলায় তাকে যাবজ্জীবন সাজা ও অর্থদন্ডের রায় দেন। তবে আসামি স্থান পরিবর্তন করে দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবনযাপন করে নিজেকে আত্মগোপন করে আসছিলেন।
আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান এই র্যাব কর্মকর্তা।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত