যশোর অফিস : যশোরের বড়বাজার হাটখোলা রোডর ফেন্সি মার্কেটের বড় মোকাম বলে খ্যাত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি দোকানে ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার সন্ধ্যা পনে ৭টা নাগাদ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে মার্কেটের দুটি দোকান পুড়ে গেলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি।
ফেন্সি মার্কেটের ব্যবসায়ীরা জানান, শুক্রবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে মার্কেটের ভেতরে একটি দোকানে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। এরপর পাশের আরেকটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ব্যবসায়ীরা আরও জানান, অগ্নিসুত্রপাতের সাথে সাথে ব্যবসায়ীরা খবর পেয়ে আশপাশের দোকান থেকে মালামাল সরিয়ে ফেলে। শুক্রবার বন্ধের দিন হওয়ায় বড় ধরণের দূর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে গোটা মার্কেটের শতাধিক দোকান। স্থানীয় ব্যবসায়ী রাজা মিয়া জানান ,অগ্নিকাণ্ডে বড় ধরনের কোনো ঘটনা ঘটলে এখানে পানির ব্যবস্থা নেই। বা বাজারে প্রবেশের পথ ও সেরকম নেই।
যশোর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মামুনুর রশীদ বলেন, অগ্নিকান্ডের খবর জানতে পেরে তৎক্ষনাৎ আমাদের ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাজ শুরু করে। ৭টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
তিনি আরও জানান, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। এতে দুটি দোকান পুড়েছে। কাশেম ব্রাদার্সের দোকানে ৩/৪ লক্ষ টাকার মালামালের অধিকাংশ পুড়ে গেছে। বিবেক স্টোরের একটু ক্ষয়ক্ষতি হয়েছেএকটিতে কসমেটিকস্ অন্যটিতে খাবারের দোকান ছিল। এই বড়বাজার মার্কেটটি অগ্নিকান্ডের জন্য অনেক ঝুকিপূর্ণ। এর আশেপাশে পানির উৎস নেই। থাকলেও অনেক দূরে। আমরা একাধিকবার মার্কেট কতৃপক্ষকে অবগত করেছি। #