
যশোর প্রতিনিধি : যশোর কোতোয়ালি থানাধীন নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের সদস্যদের বিশেষ অভিযানে ১টি ওয়ান শুটার গান সহ ২ জন আটক
গত রোববার সন্ধ্যা পৌনে সাতটার দিকে যশোর কোতোয়ালি থানাধীন নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের এএসআই আজাদুল ও সঙ্গীয় ফোর্স এর সহায়তায়, বিশেষ অভিযান পরিচালনা করে নরেন্দ্রপুর ইউনিয়নের পোস্টাফিস মোড় নামক স্থান থেকে হারুনের ছেলে জুয়েল (৩২), ও আনোয়ার হোসেনের ছেলে ফয়সালকে (৩০) আটক করে। আটককৃতরা পোস্টাফিস মোড়ে অস্ত্র নিয়ে অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালায় পুলিশ।
আটকৃত আসামিদের মধ্যে জুয়েলের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় অস্ত্র আইনে মামলা রয়েছে। আটককৃতরা যশোর সদর উপজেলাধীন নরেন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান রাজু আহমেদ এর ছত্রছায়া এলাকায় প্রভাব বিস্তার করে বিভিন্ন ধরনের সস্ত্রাসী কার্যক্রম করার অভিযোগ রয়েছে। এ ঘটনায় যশোর থানায় আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা কোতোয়ালি থানায় হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত