
যশোর অফিস : যশোরে অস্ত্র ও মাদক মামলায় ৩ সন্ত্রাসীকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে ডিবি পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জাম দিয়েছেন ডিবি এসআই আব্দুল্লাহ আল মামুন।
অভিযুক্তরা আসামিরা হলো, শংকরপুর ছোটনের মোড়ের আলতাফ হোসেন আলতুর ছেলে বর্তমানে বটতলা মসজিদ এলাকার বাসিন্দা অনিক হাসান অনি, আজহারুল ইসলাম ওরফে শেখ সলেমানের ছেলে জাহিদ ইসলাম শুভ ও শংকরপুর ছোটনের মোড় এলাকার আকরাম মোল্লার ছেলে রিয়াজ মোল্লা।
মামলার অভিযোগে জানা গেছে, ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর দিবাগত রাতে ডিবি পুলিশের এসআই শাহিনুর রহমান শংকরপুর বটতলা এলাকায় সন্ত্রাসী অনিক হাসান অনির বাড়িতে অভিযান চালান। এ সময় সন্ত্রাসী অনিক হাসান অনি, জাহিদ ইসলাম শুভ ও রিয়াজ মোল্লাকে আটক এবং ঘরে তল্লাশি চালিয়ে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট, ১টি তলোয়ার, ১টি হাসুয়া, ২টি চাইনিজ কুড়াল, ২টি ছুরি এবং ১টি বার্মিজ চাকু উদ্ধার করেন। এ ঘটনায় এসআই শাহিনুর রহমান বাদী হয়ে মাদক ও অস্ত্র আইনে কোতয়ালি থানায় মামলা করেন। এ মামলার তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকায় মাদক ও অস্ত্র আইনে আলাদ চার্জশিট দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা।