যশোর অফিস : যশোর জেলা গোয়েন্দা শাখার পৃথক অভিযানে ১টি ওয়ান স্যুটারগান ২ রাউন্ড গুলি ও ৭ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেফতার হয়েছেন। শুক্রবার বিকেলে জেলা গোয়েন্দা সংস্থার অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে।
ডিবি জানায়, গত ২৬ জানুয়ারি রাত সাড়ে দশটার দিকে ডিবির এসআই মো: শাহিনুরের নেতৃত্বে একটি টিম যশোর সদরের শংকরপুর বাস টার্মিনাল এলাকা থেকে শংকরপুর চাতালের মোড় রহিমার বাড়ির ভাড়াটিয়া নজরুল ইসলামের ছেলে কবিরুল ইসলাম মিঠু (৩৩) কে ১টি ওয়ান স্যুটারগান ও ২রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছ। অন্যদিকে ডিবির এসআই নিতাই চন্দ্র দাসের নেতৃত্বে একটি টিম বেনাপোলের রায়পুর থেকেওই দিন রাত সাড়ে চারটার দিকে ৭ কেজি গাঁজাসহ রায়পুরের বিল্লাল হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম এবং ঘিবা গ্রামের শহিদুল সর্দারের ছেলে আহসান সর্দারকে গ্রেফতার করে। পৃথক দুইটি ঘটনায় কোতোয়ালি ও বেনাপোল থানায় পৃথক দুইটি মামলা হয়েছে।