
যশোর অফিস : যশোরে আলোচিত অস্ত্র মামলায় ৬ সন্ত্রাসীকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে ডিবি। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন এসআই শফি আহমেদ রিয়েল।
অভিযুক্ত আসামিরা হলো, শহরের খড়কি দক্ষিণ পাড়ার (হাজাম পাড়া) হাজেরা বেগমের বাড়ির ভাড়াটিয়া মুরাদ সরদারের ছেলে জুম্মান সরদার, হাদিউজ্জামান হাদি মোল্লার ছেলে আরমান মোল্লা, শংকরপুরস্থ যশোর কলেজ রোডের হোসেন মোল্লার বাড়ির ভাড়াটিয়া জাকির হোসেনের ছেলে রাহাত হোসেন, চাঁচড়া রায়পাড়া তুলোতলার সাইফুল ইসলাম রিপনের ছেলে ইব্রাহিম ওরফে প্রিন্স, চাঁচড়া রায়পাড়া ইসমাইল কলোনির আব্দুল আলিম ওরফে ড্যাপ পকেটমারের ছেলে সাগর ও বেজপাড়া ফুড গোডাউনের দক্ষিণ পাশের রবিউল ইসলম রবির ছেলে রাব্বি ইসলাম শুভ ওরফে খোঁড়া শুভ।