
যশোর অফিস : পাঁচ লাখ টাকা চাঁদার দাবিতে যশোরে আইনজীবী আবুল কায়েসকে গতিরোধ করে হত্যার উদ্দেশ্যে মারপিট ও হুমকির ঘটনায় যশোর কোতয়ালি থানায় ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত ১৮ সেপ্টেম্বর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে বিজ্ঞ আদালতের নির্দেশে শুক্রবার দিবাগত রাতে কোতয়ালি থানার অফিসার ইনচার্জ মামলা হিসেবে নথিভূক্ত করেছেন। মামলায় আসামীরা হচ্ছে,যশোর শহরের ঘোপ জেল রোড বাইলেন মৃত নওশের আলীর ছেলে শেখ মিনারুল হাবিব, মিনারুল হাবিবের স্ত্রী রেহেনা পারভীন, একই এলাকার মৃত বাক্কার সিদ্দিক এর স্ত্রী আনোয়ারা বেগম আনু,মিনারুল হাবিবের ছেলে অর্নব ইমান আলীর মেয়ে অরপা খাতুন।
শহরের ১৩৮ বাইলেন ঘোপের বাসিন্দা হাজী আবুল কাশেমের ছেলে এ্যাডঃ আবুল কায়েস বাদী হয়ে মামলায় উল্লেখ করেন, তিনি জেলা আইনজীবী সমিতির একজন নিয়মিত সদস্য। শহরের ঘোপ জেল রোড বাইলেন তার ৫ম তলা বিশিষ্ট নিজস্ব বাড়িতে বাদী বসবাস করেন। শেখ মিনারুল হাবিবের কাছ থেকে বিগত ২০০৮ সালে ৪.১৩শত জমি কিনে তথায় বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছেন। আবুল কায়েসের ছোট ভাই ইঞ্জিনিয়ার আবুল হাসান হাবিব এবং ভাইঝি সালিমা ইয়াসিন শেখ মিনারুল হাবিবের ছোট দুই ভাই যথাক্রমে শেখ শরিফুল হাবি ও এস কে ওয়াসুল হাবিবের নিকট থেকে গত ২০২১ সালের ৪ ডিসেম্বর ৯.৩৫ শতক জমি ১ কোটি ৩৫ লাখ টাকা কিনে নামজারী করে ভোগ দখল করে আসছে। উক্ত জমি তার ভাই ও ভাইঝি কেনার পর হতে আসামিরা তার নিকট ৫লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। উক্ত ৫লাখ টাকা চাঁদার দাবিতে গত ১ সেপ্টেম্বর সকাল ১০টায় বাড়ি হতে বের হয়ে রাস্তায় আসলে সকল আসামিরা তাকে ঘিরে ধরে বলে তাদের পূর্বের দাবিকৃত ৫লাখ টাকা চাঁদা দিতে হবে। নইলে তাকে এবং তারভাই আবুল কালাম আজাদকে খুন করে ফেলবে। ভাই আবুল কালাম আজাদকে হত্যার উদ্দেশ্যে দা ছুড়ে মারে। সে সরে গেলে প্রাণে রক্ষা পায়। পরিচিত আমিনুল হক অনিক চিৎকার দিলে স্থানীয় লোকজন এগিয়ে আসলে আসামিরা ১০ দিনের সময় বেঁধে দিয়ে হুমকী দিয়ে চলে যায়। এ ব্যাপারে মামলা করলে খুন করার হুমকি দেয়। এ ঘটনায় তিনি আদালতের শরণাপন্ন হলে আদালতের বিজ্ঞ বিচারক অভিযোগ আমলে নিয়ে কোতয়ালি থানা কর্তাকে নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত