
যশোর অফিস : যশোর জেলা আইনজীবী সমিতির দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। সোমবার আনুষ্ঠানিকভাবের এ দায়িত্ব হস্তান্তর করা হয়। এ সময় বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত কমিটির সভাপতি আবু মোর্তজা ছোট ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক শাহানুর আলম শাহীনকে ফুল দিয়ে বরণ করে নেন একই সাথে বিদায়ী কমিটির সভাপতি মোঃ ইসহককে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। সোমবার যশোর জেলা আইনজীবী সমিতির ১নং ভবন মিলনায়তনে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বর্তমান কমিটির সভাপতি ও সম্পাদক এবং বিদায়ী কমিটির সভাপতিসহ সিনিয়র আইনজীবীরা বক্তব্য রাখেন। পরে ফুলের শুভেচ্ছা বিনিময় করা হয়। এছাড়াও এসময় জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি আবু মোর্তজা ছোটর পক্ষথেকে বিদায়ী কমিটির সভাপতি মোঃ ইসহককে ক্রেষ্ট প্রদান করা হয়। সবশেষে মিষ্টিমুখের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠানে অংশ নেন সিনি আইনজীবী নজরুল ইসলাম, জাফর সাদিক, মোজ্জাফর হোসেন মোহন, ইসমত হাসার, হারুন অর রশিদ, রফিকুল ইসলাম পিটু, আইনাল হোসেন, সিরাজুল ইসলাম, রুহুল কুদ্দুস কচি, মঞ্জুর কাদের আশিক, গাজী মাহফুজুর রহমান, জুলফিকার আলী জুলু প্রমুখ। উল্লেখ্য, এভাবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া এই প্রথম চালু করেছে যশোর জেলা আইনজীবী সমিতি।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত