
যশোর প্রতিনিধি : আজ শুক্রবার সকালে যশোর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক ও আসন্ন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের সভাপতিত্বে আগামী ৭ জানুয়ারি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা কোর কমিটির সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায়, আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা প্রস্তুতি, সাম্ভব্য হুমকি পর্যালোচনা, নির্বাচনী দায়িত্ব সর্বোপরি নির্বাচনের সার্বিক বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার উপর গুরুত্ব আরোপ করে সভায় কোর কমিটির সদস্যদের সকলের মধ্যে আন্ত:সংযোগ অটুট রাখার আহবান জানানো হয়।
সভায় সেনা ক্যাম্প ইনচার্জ অধিনায়ক ১৪ বীর লে: কর্ণেল মীর মোস্তফা কামাল, জেলা পুলিশ সুপার (এডিশনাল ডিআইজি) প্রলয় কুমার জোয়ার্দার, জেলা নির্বাচন অফিসার আনিছুর রহমানসহ সকল নির্বাহী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষার্থে করনীয় নির্ধারনের জন্য ও আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে কোর কমিটির সভা অনুষ্ঠিত হয়।