যশোর অফিস : যশোর জেলা আওয়ামীলীগের সদস্য মারুফ হোসেন খোকনের বাড়িতে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত দেড়টার পর শহরের পাইপ পট্টি গুরুদাশ বাবু লেন এলাকার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। রাতেই কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে, এঘটনায় কোনো হতাহত হয়নি। এমনকি কাউকে আটকও করা হয়নি।
প্রত্যক্ষদর্শিরা জানান, রাত দেড়টার পর হঠাৎ খোকনের বাড়ির সামনে মুখ বেধে ও হেলমেট পড়ে দুইটি মোটরসাইকেলে চারজন আসেন। এরপর তারা নেমেই দুর থেকে বোমা নিক্ষেপ করে। তিনটি বোমার বিস্ফোরনের শব্দ পাওয়া যায়। কয়েক সেকেন্ডের মাঝেই তারা ফের মোটর সাইকেলে উঠে চলে যান।
এ বিষয়ে আওয়ামীলীগ নেতা মারুফ হোসেন খোকন বলেন,তিনি শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক। ১৫ আগস্ট প্রতিকুল পরিস্থিতির মাঝেও তিনি জেলা আওয়ামীলীগের পক্ষথেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করতে গিয়েছিলেন। তিনি শ্লোগানও দিয়েছিলেন। হয়তো তার জেরেই এ হামলা ঘটতে পারে বলে তিনি ধারণা করেন। এরপর থেকেই তিনি শারীরিক ও মানসিকভাবে ভাবে অসুস্থ্য হয়ে পড়েছেন। বোমা হামলার ঘটনায় হতাহত না হলেও বাড়ির বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্থ হয়েছে। এ বিষয়ে তিনি কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের ধরতে মাঠে নেমেছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত