
যশোর প্রতিনিধি : যশোরে পুলিশ দুই আওয়ামী লীগ নেতাকে আটক করেছে। এরা হলেন, আওয়ামী লীগের যশোর পৌর শাখার সহসভাপতি ও জেলা মৎস ব্যবসায়ী সভাপতি ফিরোজ খান (৬৯) এবং শার্শ উপজেলার ডিহি ইউনিয়নের চেয়ারম্যান হোসেন আলী।
পুলিশ জানিয়েছে,গত বুধবার দুপুরে তাদের আটক করা হয়েছে। তারা যশোরের জাবীর ইন্টারন্যাশনালে আগুন দেয়া মামলার সন্দিগ্ধ আসামি। তাদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির নির্দেশের অভিযোগ আছে। তবে সুনির্দিষ্ট ভাবে এখনো কোন মামলায় এই দুই নেতাকে আটক দেখানো হয়নি।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত