
যশোর অফিস : যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, বিএনপি কোন সংলাপের ফাঁদে পা দেবে না। সেই বিশ্বাস ঘাতকদের সাথে বিএনপির কোন আলোচনা কিংবা সংলাপ নয়। জেলা বিএনপি আয়োজিত কারাবন্দি দলের যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, মিজানুর রহমান খান, কাজী আজম, আঞ্জুরুল হক খোকনসহ নেতৃবৃন্দের মুক্তির দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন। শুক্রবার বিকেলে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, আবুল হোসেন আজাদ, অ্যাড. মোঃ ইসহক, গোলাম রেজা দুলু, আব্দুস সালাম আজাদ, একে শরফুদ্দৌলা ছোটলু, মারুফুল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, এহসানুল হক সেতু, আব্দার হোসেন খান, মশিয়ার রহমান, জহিরুল ইসলাম, খায়রুল ইসলাম, কাজী গোলাম হায়দার ডাবলু, আবু হাসান জহির, আবু নঈম, সেলিম রেজা আউলিয়ার, রাশিদা রহমান, উপাধ্যক্ষ মকবুল হোসেন, আনসারুল হক রানা, আবু জাফর, নির্মল কুমার বিট, শাহনেওয়াজ ইমরান প্রমুখ। বিক্ষোভ সমাবেশ পরিচালনা করেন নগর সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম ও সদর সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক।